একবছরে পালাটানার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বীর বিক্রম বলেছেন, আগামী একবছরের মধ্যে ত্রিপুরা থেকে আরও ১০০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে বাংলাদেশ।
রোববার ভারতের ত্রিপুরা রাজ্যে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্টের জিরো পয়েন্টে সাংবাদিকদের তিনি একথা জানান।
পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের দু’টি ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিতে তিনি রোববার আগরতলায় যান।
সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগরতলায় বিদ্যুৎ কেন্দ্রের অনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
ড. তৌফিক-ই-ইলাহী বলেন, খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল তখন মায়ানমার থেকে গ্যাস বাংলাদেশ হয়ে ভারতে নেয়ার কথা ছিল। তিন দেশের মন্ত্রীরা এসে স্বাক্ষর করারও কথা ছিল, কাগজপত্রও তৈরি হয়েছিল, কিন্তু খালেদা জিয়া সেটাকে অনুমোদন দেননি। এটা হলে ভারতের পাশাপাশি আমরাও লাভবান হতাম।
তিনি বলেন, বর্তমান সরকারের আমলে সাড়ে চার হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিদ্যুৎ এখন ১১ হাজার মেগাওয়াটে উন্নীত করা হয়েছে। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি ঘরেই বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে।
আখাউড়া চেকপোস্ট দিয়ে আগরতলা যাওয়ার সময় ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী মানিক দে তাকে স্বাগত জানান।
পালাটানার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদও উপস্থিত থাকবেন।