এক্সিম ব্যাংককেও বিদ্যুৎ বিল দেয়া যাবে

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটিড (ডিপিডিসি) এর গ্রাহকদের বিদ্যুৎ বিল এখন থেকে এক্সিম ব্যাংকের মাধ্যমে অনলাইনে পরিশোধ করা যাবে।
বুধবার বিদ্যুৎ ভবনে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এক্সিম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোখতার হোসাইন এবং ডিপিডিসির পক্ষে সচিব মোহাম্মদ মুনীর চৌধুরী।
এ সময় ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. নজরুল হাসান, এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া উপস্থিতি ছিলেন।