এক কোটি ব্যারেল জ্বালানি তেল আমদানি হবে

চলতি বছর আরও এক কোটি ১২ লাখ ৮০ হাজার ব্যারেল জ্বালানি তেল আমদানি করা হবে। উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে এই তেল কিনবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই তেল কেনার অনুমতি দিয়েছে। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠকে আরইবি’র ট্রান্সফরমার কেনা ও কক্সবাজারে সৌর বিদ্যুৎ কেন্দ্র সহ আটটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়।  বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।
এছাড়া বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) ‘পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যমে ১৮ লাখ গ্রাহক সংযোগ’ প্রকল্পের জন্য ৪০ হাজার ট্রান্সফরমার কেনার দরপ্রস্তাবও অনুমোদন দেয়া হয়। এই কাজ পেয়েছে জুলস পাওয়ার লিমিটেড।
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা মৌজায় ২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার সৌরপার্ক স্থাপন করা হবে। এর মেয়াদ ২০ বছর। মালিকানা ও পরিচালনা (বিওও) ভিত্তিতে এটি নির্মান হবে। অর্থাৎ যারা নির্মান করবে তারাই পরিচালনা করবে।