এক গাছে ২৫০ প্রজাতির আপেল!

৪০ বছর বয়সী পল বারনেট একই গাছে ২৫০ প্রজাতির আপেল ফলিয়েছেন। ইংল্যান্ডের ওয়েস্ট সসেক্সের চিডহ্যামের হর্টিকালচারিস্ট ২৪ বছর ধরে গবেষণা করে এই গাছ তৈরি করেছেন। তার আপেল গাছে এখন যুক্ত হয়েছে দুর্লভ প্রজাতির সব আপেল। এর মধ্যে আছে, ১৮৮৩ সালে উৎপাদিত উইথিংটন ফিলবাসকেট। আরও পাবেন ১৯০৮ সালে উৎপাদিত এডি’স ম্যাগনামসহ অনেক নাম। তিনি তার এই ২৫০ আপেল ধরা গাছটির নাম দিয়েছেন ‘ফ্যামিল ট্রি’।
জানা যায, এজন্য তিনি কলম পদ্ধতির সাহায্য নিয়েছেন। বিভিন্ন আপেল গাছ থেকে কুঁড়িসহ ডাল কেটে নিয়ে তিনি তার আপেল গাছে কলম করে জোড়া দিয়েছেন। এভাবে একসময় ডাল বড় হয়ে মূল গাছের অংশ হয়ে যায়।
বারনেট বলেন, ২০ ফুট উচু এই গাছে রান্নার ও খাওয়ার আপেলসহ অনেক আপেল রয়েছে। কিন্তু স্বাভাবিকভাবে প্রতিবছর প্রত্যেক প্রজাতির অল্প সংখ্যক আপেল পাওয়া যায়। দারুণ লাগে দেখতে যখন বছরে নানা রং আর প্রজাতির আপেল গাছে ধরে।