এডিপি: রূপপুরে এবারও সর্বোচ্চ, দ্বিতীয় মাতারবাতিতে
নিজস্ব প্রতিবেদক:
আসছে নতুন অর্থবছর এবারও রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রর জন্য সর্বোচ্চ বরাদ্দ থাকছে। আর তারপরই মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র।
বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এই বরাদ্দ দেয়া হচ্ছে।
২০২৩-২৪ অর্থবছরে বড় ১০টি প্রকল্পের জন্য ৬০ হাজার ৫৩ কোটি টাকা বরাদ্দ অনুমোদন দিয়েছে একনেক। এডিপিতে মোট বরাদ্দের প্রায় ২৩ শতাংশ খরচ হবে ১০ প্রকল্পে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রর জন্য বরাদ্দ দেয়া হয়েছে ৯ হাজার ৭০৭ কোটি টাকা।
রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র থেকে এবছরই বিদ্যুৎ উৎপাদন হবে বলে আশা করছেন সংশ্লিষ্ঠরা। প্রথম ইউনিটের কাজ প্রায় শেষ পর্যায়ে। বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম উৎপাদন করতে রাশিয়ার সাথে চুক্তি হয়েছে।
মাতারবাড়ি ২৬০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রর জন্য ৯ হাজার ৮১ কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে। মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রও প্রায় শেষ পর্যায়ে। এর প্রথম ইউনিট থেকে আগামী বছর জানুয়ারিতে বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার কথা। আর দ্বিতীয় ইউনিটটি উৎপাদন শুরু করবে জুলাই মাসে।
প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) প্রকল্পে ৮ হাজার ৫৮৬ কোটি টাকা; ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৫ হাজার ৮৭০ কোটি; পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ৫ হাজার ৫০০ কোটি; হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উন্নয়ন প্রকল্পে ৫ হাজার ৪৯৯ কোটি; অত্যাবশ্যকীয় স্বাস্থ্য ও জনসংখ্যা পরিষেবা দিতে নতুন অবকাঠামো সুবিধা স্থাপনের জন্য ফিজিক্যাল ফ্যাসিলিটিস ডেভেলপমেন্ট (পিএফডি) প্রকল্পে ৪ হাজার ৬৯৬ কোটি টাকা; ঢাকার যানজট নিরসন এবং বায়ু দূষণ কমানোর জন্য ম্যাস র্যাপিড ট্রানজিট প্রকল্পে ৩ হাজার ৯১১ কোটি টাকা; বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর জন্য ৩ হাজার ৭৭৮ কোটি টাকা এবং ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পে ৩ হাজার ৪২৫ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে।