এফইআরবি’র নতুন চেয়ারম্যান শামীম ও নির্বাহী পরিচালক রিশান
নিজস্ব প্রতিবেদক:
এনার্জি রিপোর্টারদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক নির্বাচিত হয়েছেন যথাক্রমে শামীম জাহাঙ্গীর (ডেইলি সান) ও রিশান নাসরুল্লাহ (বাংলাভিশন)। ভাইস চেয়ারম্যান হয়েছেন সেরাজুল ইসলাম সিরাজ।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের সাধারণ সভা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাহী কমিটির ৯টি পদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫ জন নির্বাচিত হন।
নির্বাচিত অন্যরা হলেন, পরিচালক (উন্নয়ন ও অর্থ) লুৎফর রহমান কাকন (আমাদের সময়), পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) হাসনাইন ইমতিয়াজ (সমকাল), পরিচালক (ডাটা ব্যাংক) মাহবুব রনি (ইত্তেফাক), পরিচালক (বিনোদন ও কল্যাণ) মুজিব মাসুদ (যুগান্তর) এবং সদস্য দুজন এম. আজিজুর রহমান (ফিন্যান্সিয়াল এক্সপ্রেস) ও আশরাফুল ইসলাম (নয়াদিগন্ত) ।
নির্বাচন পরিচালনা করেন, প্রধান নির্বাচন কমিশনার এ এসএম বজলুল হক ও দুই কমিশনার সাইফুল হাসান চৌধুরী (বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ পরিদফতরের পরিচালক) ও তারিকুল ইসলাম খান (পেট্রোবাংলার উপ মহাব্যবস্থাপক, জনসংযোগ)।