এফইআরবি’র চেয়ারম্যান অরুণ, নির্বাহী পরিচালক সদরুল
নির্বাচনের মাধ্যমে এনার্জি রিপোর্টারদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ-এর (এফইআরবি) নতুন কমিটি গঠিত হয়েছে। সংগঠনটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অরুণ কর্মকার (প্রথম আলো) এবং নির্বাহী পরিচালক নির্বাচিত হয়েছেন সদরুল হাসান (ইউএনবি)।
এছাড়াও নির্বাচিত অন্যরা হলেন: ভাইস চেয়ারম্যান- আজিজুর রহমান (ফিনান্সিয়াল এক্সপ্রেস), পরিচালক (উন্নয়ন ও অর্থ)- রফিকুল বাসার (চ্যানেল আই), পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ)- মো. লুৎফর রহমান কাকন (দৈনিক আমাদের সময়), পরিচালক (ডাটা ব্যাংক)- বোরহানুল হক সম্রাট (নিউজ২৪ টেলিভিশন), পরিচালক (বিনোদন ও কল্যাণ)- রশীদ মামুন (দৈনিক জনকন্ঠ), পরিচালনা সদস্য- সঞ্চিতা সীতু (দৈনিক মানব কন্ঠ) ও রিশান নাসরুল্লাহ (বাংলা ভিশন)।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এফইআরবি-এর দ্বি-বার্ষিক সাধারন সভা’র দ্বিতীয় অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার বজলুল হক নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন।
এর আগে মোল্লাহ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় নির্বাহী পরিচালক ও কোষাধ্যক্ষের রিপোর্ট অনুমোদন করা হয়।