এবার এলপি গ্যাসের দাম বাড়ল
নিজস্ব প্রতিবেদক:
তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপি গ্যাসের দাম এবার বাড়ল। মে মাসের তুলনায় জুনে দাম কিছুটা কমলেও জুলাইয়ে কেজি প্রতি চার টাকা ৭ পয়সা বেড়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জুলাই মাসের জন্য এই দাম বাড়িয়ে আদেশ দিয়েছে। সৌদি আরামকোর চুক্তি মূল্য অনুযায়ি জুলাই মাসের দাম নির্ধারণ করা হয়েছে।
ভোক্তা পর্যায়ে প্রতিকেজি এলপি গ্যাসের খুচরা মূল্য ৭০ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ৭৪ টাকা ২৪ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা জুলাই মাসের জন্য প্রযোজ্য হবে।
নতুন দাম অনুযায়ী জুলাইয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ঠিক করা হয়েছে ৮৯১ টাকা; যা জুন মাসে ছিল ৮৪২ টাকা এবং মে মাসে ৯০৬ টাকা ছিল।
নতুন দামে প্রতি কেজি এলপিজি ৭১ টাকা ৯৪ পয়সা। আগের মাসে ছিল ৬৭ টাকা ৮৭ পয়সা। সাড়ে ৫ কেজি সিলিন্ডার ৪০৮ টাকা, সাড়ে ১২ কেজি ৯২৮ টাকা, ১৫ কেজি ১ হাজার ১১৪ টাকা, ১৬ কেজি ১ হাজার ১৮৮ টাকা, ১৮ কেজি ১ হাজার ৩৩৭ টাকা, ২০ কেজি ১ হাজার ৪৮৫ টাকা, ২২ কেজি ১ হাজার ৬৩৩ টাকা, ২৫ কেজি ১ হাজার ৮৫৬ টাকা, ৩০ কেজি ২ হাজার ২২৮ টাকা, ৩৩ কেজি ২ হাজার ৪৫১ টাকা, ৩৫ কেজি ২ হাজার ৫৯৯ টাকা এবং ৪৫ কেজি ৩ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
সৌদি আরবের দাম অনুযায়ি প্রতি মেট্রিকটন প্রোপেন ৫৩০ ডলার ও বিউটেন ৫২৫ ডলার, গড়ে ৫২৬ দশমিক ৭৫ ডলার। অনুপাত ৩৫ঃ৬৫ বিবেচনায়।
অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ৪৪ টাকা করা হয়েছে। জুন মাসে ছিল ৪১ টাকা ৭৪ পয়সা ছিল।