এবার বিদ্যুৎচালিত রেসিং কার!

সম্প্রতি চীনের রাজধানী বেইজিয়ে হয়ে গেলো নতুন ধরনের কার রেসিং প্রতিযোগিতা। অংশ নেয়া গাড়িগুলোর মূল পার্থক্য ছিলো ইঞ্জিনে। পেট্রোলের বদলের গাড়িগুলো চলে বিদ্যুতে।
ফর্মুলা ওয়ানের মতই রেসিং সার্কিটে ঝড় তোলে এসব ইলেক্ট্রিক রেসিং কার। ‘ফর্মুলা ই’ হিসেবে অভিহিত এ প্রতিযোগিতায় অংশ নেয়া গাড়িগুলো ঘণ্টায় সর্বোচ্চ ২২৫ কিলোমিটার স্পিড তুলতে সক্ষম হয়।
তবে দ্রুত ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ায় গাড়ির চালকদের জন্য ছিলো একবার করে গাড়ি বদলানোর সুযোগ।