ভারত থেকে এলএনজি আমদানির চিন্তা
এবার ভারত থেকে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে খুলনায় এই গ্যাস সরবরাহের চিন্তা করছে সরকার।
সোমবার বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান।
তিনি বলেন, ভারতের একটি কোম্পানি প্রাথমিকভাবে এলএনজি সরবরাহের প্রস্তাব দিয়েছে। তাদেরকে আনুষ্ঠানিকভাবে গ্যাসের দামসহ প্রস্তাব দিতে বলা হয়েছে।
জ্বালানি মন্ত্রণালয় সূত্র জানায়, ভারতীয় সরকারি প্রতিষ্ঠান ‘গ্যাস অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড (গেইল)’ এই প্রস্তাব দেয়। তাতে বলা হয়, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার ও উত্তর-পূর্ব ভারতে গ্যাস সরবরাহের জন্য তাঁরা পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরের কাছাকাছি একটি ভাসমান টার্মিনাল ও পুনঃগ্যাসে রূপান্তরকরণ ইউনিট (এফএসআরইউ) স্থাপন করবে। সেখান থেকে বাংলাদেশও গ্যাস নিতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, এলএনজির একমাত্র সমস্যা দাম। দেশে যেখানে প্রতি ইউনিট গ্যাসের গড় দাম এক দশমিক ৮ মার্কিন ডলার, সেখানে এলএনজির দাম পড়বে প্রায় ১৫ ডলার। এছাড়া এখন দাম আরো বাড়ছে। ভারত স্পট মার্কেট থেকে জানুয়ারিতে ১৭ ও ফেব্র“য়ারিতে ১৮ ডলার দামে কিনেছে। মার্চে তা ১৯ ডলার হবে। তবে ভারত কাতার থেকে দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে এখনো ১৪ ডলারে পাচ্ছে। ভবিষ্যতে তাও বাড়বে।
এদিকে ভারত থেকে এলএনজি আমদানির পরিকল্পনা করেছে পাকিস্তানও। ভারতের পাঞ্জাবের জালান্দার প্রদেশ থেকে অমৃতসর হয়ে ওয়াগাহ্ বর্ডার পর্যন্ত বিস্তৃত দীর্ঘ পাইপলাইনের মাধ্যমে তরলীকৃত গ্যাস (এলএনজি) পাকিস্তানে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। এ বিষয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা চলছে বলে সূত্র জানায়।