এবার লতা-পাতা থেকেই তৈরি হবে সাশ্রয়ী জ্বালানি
এবার বনজ লতা-পাতা থেকেই তৈরি হবে জ্বালানি তেল। গবেষণার মাধ্যমে এ জ্বালানির নাম দেয়া হয়েছে পাইরোলাইসিস বায়োওয়েল।
লুলিয়া ইউনিভার্সিটি অব টেকনোলজিস (লুট) এর গবেষকরা এই জ্বালানি তেল উদ্ভাবন করেছেন। তারা একটি অক্সিজেন বিহীন পাত্রে বনজ লতা-পাতা উচ্চতাপে রেখে দ্রুত ঠান্ডা করে এক ধরনের জৈব তেল তৈরি করেন।
এই তেলের সাথে ব্ল্যাক লিকার (কাগজ কারখানার উপজাত) মিশিয়ে তৈরি করা হয় নবায়নযোগ্য জ্বালানি।
লুট এর গবেষক এরিক ফুরুসজো জানান, বনজ লতা পাতাকে তরলে রূপান্তর করে জৈব তেল বানানো হয়, যার মধ্যে শক্তি ঘনত্ব অত্যন্ত বৃদ্ধি পায়। এই জৈব তেলকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর করার পদ্ধতিকে বলা হয় ‘ক্যাটালাইটিক গ্যাসিফিকেশন’।
গবেষকদের দাবি, এক ট্রাক বনজ লতা পাতা থেকে উৎপাদিত তেলের সঙ্গে ব্ল্যাক লিকার মিশিয়ে যে জ্বালানি তৈরি হবে, তা দিয়ে একটি গাড়ি ১০ বার পৃথিবী ভ্রমণ করতে পারবে।