এমাসে এলপিজি নিতে হবে বাড়তি দামে

নিজস্ব প্রতিবেদক:

ডিসেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ৪৬ টাকা বাড়িয়ে এক হাজার ২৯৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

প্রতি কেজি এলপিজি গ্যাসের দাম ১০৮ টাকা শূন্য ৯ পয়সা করা হয়েছে।

রোববার (৪ঠা ডিসেম্বর) বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল ভার্চুয়ালি এই নতুন দাম ঘোষণা করেন।

সাড়ে ৫ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত সিলিন্ডারের দামও আনুপাতিকহারে বাড়বে।

আবদুল জলিল জানান, নভেম্বর মাসের তুলনায় আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম ৬ দশমিক ৫৫ শতাংশ বেড়েছে। এর বিপরীতে আমাদের ৩ দশমিক ৬৮ শতাংশ বাড়ানো হয়েছে।

গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম প্রতি লিটার ৬০ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৫৮ টাকা ২৮ পয়সা। এছাড়া নতুন দর অনুযায়ী, সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৯৪ টাকা, সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৫১ টাকা, ১৫ কেজি ১ হাজার ৬২১ টাকা, ১৬ কেজি ১ হাজার ৭২৯ টাকা, ১৮ কেজি ১ হাজার ৯৪৬ টাকা, ২০ কেজি ২ হাজার ১৬২ টাকা, ২২ কেজি ২ হাজার ৩৭৮ টাকা, ২৫ কেজি ২ হাজার ৭০২ টাকা, ৩০ কেজি ৩ হাজার ২৪৩ টাকা, ৩৩ কেজি ৩ হাজার ৫৬৭ টাকা, ৩৫ কেজি ৩ হাজার ৭৮৩ টাকা এবং ৪৫ কেজি ৪ হাজার ৮৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এ সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। নভেম্বর মাসে প্রোপেন ও বিউটেনের অনুপাত

৩৫ ঃ ৬৫ মিশ্রণের প্রতি টনে সৌদি সিপি মূল্য ৬১০ ডলার ছিল। সেটা ডিসেম্বরে বেড়ে ৬৫০ ডলারে দাঁড়িয়েছে।

নভেম্বরে গ্রাহক পর্যায়ে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৫১ টাকা।