এলএনজিসহ বিকল্প জ্বালানির সংস্থান দ্রুত করা হচ্ছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দেশের ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা মেটাতে এলএনজিসহ বিকল্প জ্বালানির সংস্থান দ্রুত করা হচ্ছে। চারটি এলএনজি টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। বেশ কয়েকটি কয়লাভিত্তিক বড় বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হচ্ছে। ভূটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়টি অগ্রসরমান।
মঙ্গলবার সোনারগাও হোটেলে জাপানের কোম্পানি মিৎসুই এর উদ্যোগে আয়োজিত ‘এলএনজি বিষয়ক ৪র্থ কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় অন্যদের মধ্যে মিৎসুই-এর ব্যাঞ্চ জেনারেল ম্যানেজার হাঝিমি মাইদা ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেইন বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী বলেন, এ রকম কর্মশালা এলএনজি ব্যবহার, পরিচালনা, মূল্যায়ন করতে সহায়তা করবে।
কর্মশালায় এলএনজি বাজারের হালনাগাদ অবস্থা, চাহিদা ও সরবরাহ, ক্রয় প্রক্রিয়া ও ব্যবস্থাপনা, এলএনজি সংগ্রহ ও বিতরণ, এলএনজি টার্মিনাল নির্মাণ, ব্যবহার ও সংরক্ষণ ইত্যাদি বিষয়ে আলোচনা করা করা হয়।