এলএনজি আমদানিতে শুল্ক প্রত্যাহার
তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে আমদানি শুল্ক তুলে নেয়া হয়েছে। এলএনজি’র দাম কমাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এলএনজি আমদানিতে শুল্ক তুলে নিতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে । আগামী ১৮ই সেপ্টেম্বর থেকে এই প্রজ্ঞাপন কার্যকর হবে।
গতমাসে এণএনজি সরবরাহ শুরু হয়েছে। উচ্চমূল্যের এই জ্বালানির কথা বিবেচনা করে বিতরণ কোম্পানিগুলো গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দেয়। আর সেই প্রস্তাব পর্যালোচনা শেষে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করেছে। গ্যাসের শুল্ক নিয়ে আইন মন্ত্রনালয়ে পর্যালোচনা করার জন্য পাঠানো হয়েছে।
গ্যাসের ওপর সম্পূরক শুল্ক মওকুফ করায় চলতি অর্থবছর এ খাত থেকে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১১ হাজার কোটি টাকা কম রাজস্ব আদায় হবে।