এলএনজি আমদানিতে ১৭ কোম্পানি
তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য ১৭টা কোম্পানিকে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে। আর ২৬টা কোম্পানিকে বাদ দেয়া হয়েছে।
অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই প্রস্তাব অনুমোদন দিয়েছে। এক বৈঠকে এ প্রস্তাবটি অনুমোদন করা হয়। আজ বুধবার সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সচিবালয়ে নিজ কার্যালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন অনুসারে আলোচনার জন্য আন্তর্জাতিক তেল কোম্পানির উদ্যোক্তাদের কাছ থেকে ইচ্ছেপত্র (এক্সপ্রেস অব ইন্টারেস্ট, ইওআই) আহ্বান করা হলে ৪৩টি প্রতিষ্ঠান দাখিল করে।
প্রস্তাব প্রক্রিয়াকরণ কমিটি (পিপিপি) প্রাথমিকভাবে ২৯টা কোম্পানি বাছাই করে। সেখান থেকে ১৭টা প্রতিষ্ঠানের সঙ্গে খসড়া ক্রয়-বিক্রয় চুক্তি চূড়ান্ত করা হয়।