এলএনজি টার্মিনাল বন্ধ: সারাদেশে তীব্র গ্যাস সংকট
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫):
রেবেকা সুলতানা’র তিন ছেলে, স্বমীসহ পাঁচ জনের সংসার। গ্যাসের অভাবে রান্নার অনিশ্চয়তা নিয়ে তার দিন শুরু। ঠিক মতো চুলা জ্বালিয়ে রান্না করতে পারেন না।
রাজধানীর খিলগাঁও এর বাসিন্দা রেবেকা সুলতানার মতন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে সারাদেশের রান্না ঘর সামলানো মানুষের।
রেবেকা সুলতানা শুক্রবার এনার্জি বাংলাকে বলেন, দিনের বেশিরভাগ সময় গ্যাস থাকে না। রাতে যখন আসে তখন চাপ থাকে কম। দ্রুত এই পরিস্থিতির সমাধান দাবি করেন তিনি।
লাইনের গ্যাস থাকলেও সিলিন্ডারের ব্যবস্থা করেছেন অনেকে। সাথে আছে ইলেকট্রিক চুলা। তিন পদ্ধতিতে রান্নার ব্যবস্থা করে রেখেছেন। খিলগাঁওয়ে অন্য বাসিন্দা মিজানুর রহমান এর বাসায় এই অবস্থা।
সিএনজি স্টেশনেও লম্বা লাইন। চাপ কম। সিএনজি স্টেশন খোলা রাখার সময় বাড়ানোর পর থেকে চাপ আগের চেয়ে কমেছে।
মড়ার উপর খাঁড়ার ঘা – অবস্থা। এমনিতেই গ্যাসের চাপ কম তার ওপর একটি এলএনজি টার্মিনাল বন্ধ। এতে প্রায় ৫০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমেছে। তাতে বেড়েছে সংকট।
এই পরিস্থিতিতে দুঃখ প্রকাশ ছাড়া সহসা সমস্যা সমাধানের কোনো সম্ভাবনার কথা বলতে পারেনি পেট্রোবাংলা।
সারাদেশে গ্যাস সংকট ব্যাপক আকার ধারণ করেছে। বাসাবাড়ি, সিএনজি, শিল্প সবখানেই গ্যাসের জন্য হাহাকার।
শুক্রবার থেকে সোমবার পর্যন্ত মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে জাহাজ ভিড়বে না। ঐ টার্মিনাল থেকে ৭২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ। এজন্য ঐ সময় দেশের বিভিন্ন স্থানে গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে পেট্রোবাংলা।