এলএনজি টার্মিনালের পরামর্শক নিয়োগে ৭ কোম্পানি বাছাই

তরল প্রাকৃতিক গ্যাসের টার্মিনাল স্থাপনে পরামর্শক নিয়োগ দেয়া হচ্ছে। ২৫টি বিদেশি কোম্পানি টার্মিনাল স্থাপনে আগ্রহ দেখিয়েছে। এরমধ্যে সাতটি কোম্পানির প্রাথমিক সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে।
সোমবার জ্বালানি বিভাগে অনুষ্ঠিত এক বৈঠকে এই তালিকা করা হয়।
জ্বালানি সচিব (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানায়, ২৫টি বিদেশি কোম্পানি টার্মিনাল স্থাপনে আগ্রহ দেখিয়েছে। এরমধ্যে ভারতের রিয়েলেন্সসহ চীন, রাশিয়া ও ইউরোপের বড় কোম্পানি আছে। বিশেষ আইনে প্রচলিত প্রতিযোগিতা ছাড়া এই টার্মিনাল করা হবে।
এসব প্রস্তাব মূল্যায়ন করতে জ্বালানি সচিবকে আহবায়ক করে নয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সোমবার এই কমিটির বৈঠক অনুষ্টিত হয়।
দুইটি এলএনজি টার্মিনাল স্থাপন করা হবে। একটি স্থলভাগে অন্যটি সমুদ্রে ভাসমান। একটি মহেশখালী অন্যটি পটুয়াখালীর পায়রা বন্দর এলাকায়। পরিকল্পনা অনুযায়ী প্রতিটি টার্মিনাল এক হাজার মিলিয়ন ঘনফুট এলএনজি রি-গ্যাসিফিকেশন (গ্যাস প্রক্রিয়াকরণ প­্যান্ট) ক্ষমতার হবে।
গত ১৫ ফেব্রুয়ারি স্থলভাগে টার্মিনাল স্থাপনে সাম্ভাব্য যাচাইয়ে পেট্রোবাংলাকে নির্দেশ দেয়া হয়। সম্ভাব্য যাচাইয়ে পরামর্শক নিয়োগে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সহায়তা করবে। পায়রা বন্দর এলাকায় টার্মিনাল নির্মাণে ভূমি অধিগ্রহণে নৌ ও ভূমি মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছে জ্বালানি বিভাগ।
অন্যদিকে ভাসমান টার্মিনাল স্থাপনে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি অ্যাস্ট্রা ওয়েল অ্যান্ড এক্সিলারেট এনার্জির সঙ্গে প্রাথমিক চুক্তি করছে পেট্রোবাংলা। দীর্ঘদিন পার হলেও চূড়ান্ত চুক্তি হয়নি। তাদের এখাতে ৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করার কথা।
এর বাইরে পাওয়ার সেলও মহেশখালিতে একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নিয়েছে। বছরে ৩৫ লাখ টন এলএনজি রিগ্যাসিফিকেশনের ক্ষমতার টার্মিনাল করতে দরপত্র আহবান করা হয়েছে। এতে ১৫টি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে পাঁচটি কোম্পানির সংক্ষিপ্ত তালিকা করেছে পাওয়ার সেল। কোম্পানিগুলো হচ্ছে পেট্রোনেট এলএনজি, অ্যাংলো-ডাচ সুপার মেজর  শেল, চীনা হুয়াংকিউ কনট্রাকটিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বেলজিয়ামের ট্র্যাক্টেবেল ইঞ্জিনিয়ারিং ও জাপানের মিত্সুই।
এদিকে এলএনজি, এলএনজি টার্মিনাল নির্মাণসহ অবকাঠামোর উন্নয়নে অষ্ট্রেলিয়া ও অষ্ট্রেলিয়ার বিভিন্ন কোম্পানি কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।