এলএনজি সরবরাহ করতে আরও একমাস লাগবে
আমদানি করা তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করতে আরও একমাস সময় লাগবে। মে মাসের ২৫ অথবা ২৬ তারিখ এই গ্যাস জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ শুরু হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, আগামী ২৫ বা ২৬ মে এলএনজি জাতীয় সঞ্চালন লাইনে দেয়া শুরু হতে পারে।
কাতার থেকে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে এক্সিলারেট এনার্জি বাংলাদেশ লিমিটেডের বিশেষায়িত জাহাজ ‘এক্সেলেন্স’ ২৪শে এপ্রিল বাংলাদেশে পৌঁছেছে।
মহেশখালী থেকে চট্টগ্রামের আনোয়ারা পর্যন্ত নতুন বসানো ৯১ কিলোমিটার পাইপ সফলভাবে পরীক্ষা করা হয়েছে। কিন্তু আনোয়ারা থেকে সীতাকুণ্ড পর্যন্ত ৩০ কিলোমিটার পাইপ এখনও শেষ না হওয়ায় জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ শুরু করতে সময় লাগছে।
আনোয়ারা থেকে সীতাকুণ্ড পর্যন্ত পাইপের ৮০ শতাংশ শেষ হয়েছে। আবহাওয়া ভালো থাকলে বাকিটাও শিগগিরই শেষ হবে ।