এলপিজির দাম কেজিতে কমল ২৪ পয়সা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (মঙ্গলবার, ২রা সেপ্টেম্বর ২০২৫):

সেপ্টেম্বর মাসের জন্য এলপিজির দাম কেজিতে ২৪ পয়সা কমেছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) মঙ্গলবার ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন দামের প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কেজিপ্রতি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১০৫ টাকা ৮৭ পয়সা, যা আগের মাসে ছিল ১০৬ টাকা ১১ পয়সা।

সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজি এলপি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৭০ টাকা, যা আগষ্ট মাসে ছিল ১ হাজার ২৭৩ টাকা ছিল।

১৫ কেজির সিলিন্ডার এক হাজার ৫৮৮ টাকা, ২০ কেজি দুই হাজার ১১৭ টাকা, ২৫ কেজি দুই হাজার ৬৪৭ টাকা, ৩৫ কেজি তিন হাজার ৭০৫ টাকা এবং ৪৫ কেজি এলপি সিলিন্ডারের দাম চার হাজার ৭৬৪ টাকা।

গাড়িতে ব্যবহার করা অটোগ্যাস বা বা এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৫৮ টাকা ১৫ পয়সা।