এলপি গ্যাসের দাম পুনর্নির্ধারণে রুল
এলপি গ্যাসের দাম পুননির্ধারণ না করা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আগামী ৪ সপ্তাহের মধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যানকে রুলের জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।
বিচারপতি মো: আশফাকুল ইসলাম ও বিচারপতি খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এই আদেশ দেন। রিট আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মো. সাইফুল আলম।
২০০৯ সালে ১২.৫ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ৭০০ টাকা নির্ধারণ করে দেয় বিইআরসি। গত ৭ বছরে এই দাম পুন:নির্ধারণ করা হয়নি। এই দাম পুন:নির্ধারণ না করার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করে ভোক্তা অধিকার সংস্থা ক্যাব।
রিট আবেদনে বলা হয়, আন্তর্জাতিক বাজারে এলপিজি গ্যাসের দাম কমে গেছে। কিন্তু বাংলাদেশে গণশুনানি করে দাম পুন:নির্ধারণ করা হয়নি। সিলিন্ডারের দাম পুন:নির্ধারণের নির্দেশনা চেয়ে গত ৩১ জুলাই বিইআরসিতে আবেদন করে ক্যাব। ওই আবেদনটি নিষ্পত্তি না করে ঝুলিয়ে রেখেছে বিইআরসি।