এলপি গ্যাসের দাম কমেছে
বোতল গ্যাসের (এলপি গ্যাস – তরলীকৃত পেট্রোলিয়াম) দাম প্রতি বোতল (১২ কোজি) ১০০ টাকা কমিয়ে ৬০০ টাকা করা হয়েছে।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এই দাম নির্ধারণ করেছে।
বিপিসি চেয়ারম্যান মো. সামছুর রহমান বলেন, বিশ্ব বাজারে কাঁচামালের দাম কমায় সরকারি এলপিজির দাম আমরা বোতল প্রতি একশ টাকা কমিয়েছি। এখন থেকে বাজারে ৬০০ টাকায় ১২ কেজির সরকারি এলপিজির বোতল পাওয়া যাবে।