এলপি গ্যাসে ভর্তূকি দেয়া হবে- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বোতল গ্যাস (এলপিজি) ব্যবহার বাড়াতে ভর্তূকি দেয়া হবে। আগামী তিন বছরে ৭০ ভাগ বাড়িতে এলপি গ্যাস পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ও নেদারল্যান্ডের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত বিএম এনার্জির এলপি গ্যাস বাজারজাতকরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সংসদ সদস্য দিদারুল আলম, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ  এর সভাপতি মাহবুবুল আলম ও নেদারল্যান্ডের রাস্ট্রদূত জার্বেন জোয়ার্জ ডে জং, বিএম এনার্জি  বিডি লি: এর চেয়ারম্যান বার্ট প্রঙ্ক, বিজিএমইএ এর সিনিয়র সহসভাপতি নাসিরুদ্দিন আহমেদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান ও এনড্রি হেন্ড্রিকস্ বক্তৃতা করেন।
বিএম এনার্জি ১২, ৩৩ ও ৪৫ কেজির তিনটি ভিন্ন মাপের সিলিন্ডারে এলপি গ্যাস বাজারজাত করবে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, কম আয়ের মানুষের কাছে এলপি গ্যাস পৌছাতে আরও ছোট মাপের বোতল সরবরাহ করতে হবে। বাংলাদেশে বছরে পাঁচ লাখ মেট্রিকটন এলপি গ্যাসের চাহিদা আছে। এ চাহিদা পূরণে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠনের দ্রুত এগিয়ে আসা প্রয়োজন। এলপি গ্যাসের বড় বাজার আছে। তা ছাড়া সরকার বাসাবাড়িতে পাইপ লাইনের বদলে সিলিন্ডারের মাধ্যমে গ্যাস ব্যবহারকে উৎসাহিত করছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।