এসি ২৫ ডিগ্রির উপরে না রাখলে সংযোগ বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (সোমবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৫):
আসন্ন রোজা ও গরমে সকল সরকারি অফিস, সচিবালয়, বাসাসহ সব জায়গায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ২৫ ডিগ্রির উপরে রাখতে হবে। যে এটা না মানলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে।
জেলা প্রশাসক সম্মেলনে বৈঠক শেষে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এই তথ্য জানিয়েছেন।
সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে। মসজিদে মসজিদে ইমামদের জানানো হবে। সচিবালয়সহ সব সরকারি অফিসে বাস্তবায়নের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দেওয়া হবে।
উপদেষ্টা বলেন, এই সিদ্ধান্ত বাস্তবায়নে সকল মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে। যে মানবে না তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। তদারকির জন্য সারাদেশে নিয়ন্ত্রণ দল গঠন করা হবে।
বিদ্যুৎ-জ্বালানি উপদেষ্টা জানান, শীতাতপ নিয়ন্ত্রণে ৫/৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হয়। এটা যদি ২৫ ডিগ্রির উপরে ব্যবহার করা হয় তবে প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে।
উপদেষ্টা বলেন, জেলা প্রশাসকদের কাছে সম্পদের সীমাবদ্ধতার কথা তুলে ধরা হয়েছে। রোজার সময় চাহিদা ও সরবরাহের সমন্বয় করা হবে। বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ বাড়ানো হবে। রোজার সময় বিদ্যুৎ উৎপাদনে ১২০ কোটি ঘনফুট এবং গরমে ১১০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে বিদ্যুৎ উৎপাদনের জন্য। গ্যাস ও কয়লা আমদানি করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়ার কথা জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
উপদেষ্টা বলেন, কেপিআই ছাড়া শহর ও গ্রামের মধ্যে লোডশেডিং করতে বৈষম্য করা হবে না। প্রয়োজনে আগে শহরে লোডশেডিং করে পরে গ্রামে করা হবে। বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে কৃষিকে সবোর্চ্চ অগ্রাধিকার দেওয়া হবে। লোডশেডিং হলে তা আগে জানানো হবে।
আসন্ন গরমে ১হাজার ৭০০ থেকে ১হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা হবে বলেও জানান উপদেষ্টা।