ওমান থেকে অতিরিক্ত এলএনজি আনতে চুক্তি সই
নিজস্ব প্রতিবেদক:
ওমানের সাথে দীর্ঘমেয়াদী এলএনজি আনতে নতুন করে চুক্তি হয়েছে। ১০ বছর মেয়াদী এই চুক্তিতে বছরে আড়াই লাখ টন থেকে সবোর্চ্চ ১৫ লাখ টন এলএনজি আনা হবে। নতুন চুক্তি অনুযায়ী ২০২৬ সাল থেকে এলএনজি আসা শুরু হবে।
সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁও এ এবিষয়ে ওমানের সাথে চুক্তি হয়েছে।
তবে এই গ্যাসের দাম কত হবে তা জানানো হয়নি।
চুক্তি সই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বলেন, ভালো দামেই আমরা এই গ্যাস পাব। জ্বালানি সরবরাহের উৎস বহুমাত্রিক করা হচ্ছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এলএনজি ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন। পেট্রোবাংলার সচিব রুচিরা ইসলাম এবং ওমানের ওকিউটি’র নির্বাহী পরিচালক সাইদ আল মাওয়ালী চুক্তিতে সই করেন। জ্বালানি বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফ্ফার আলবুলুসি, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বক্তব্য রাখেন।