কাঁদুনে গ্যাসে ছত্রভঙ্গ রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্রবিরোধী মিছিল
রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিল কাঁদুনে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মো. শহিদুল্লাহ ও সদস্য সচিব আনু মুহাম্মদের নেতৃত্বে এই কর্মসূচি শুরু হয়।
মিছিলটি সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব দিকের একটি ও শাহবাগ ওভার ব্রিজের পূর্ব দিকে শিশু পার্কের কাছে একটি ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় হয়ে বেলা সোয়া ১২টার দিকে সাবেক রূপসী বাংলার সামনে এসে পুলিশী বাধার মুখে পড়ে।
ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক জানান, পুলিশের বাধা ঠেলে মিছিলটি বাংলা মোটর মোড়ের দিকে এগোতে গেলে পুলিশ ব্যাপক কাঁদুনে গ্যাস ছুড়ে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
কাঁদুনে গ্যাসের ঝাঁঝালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পরিবাগ এলাকা। এর মধ্যে বিক্ষোভকারীদের দুজনকে ধরে পুলিশের গাড়িতে তুলতে দেখা যায়।
শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাস্থল থেকে চার-পাঁচজনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় অসুস্থ ও আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি চিকিৎসা নিতে দেখা যায়।
এদের মধ্যে রিফাত বিন সালামের (২৭) পেটে শেল পড়েছে আর তানভির আহমেদ (২৩) দৌড়াতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছেন।
বাকিদের মধ্যে তৃষা বড়ুয়া (৩০), সুলতানা আক্তার (২৫), আলামিন হোসেন (২২) ও শরীফুল চৌধুরী (৩০) গ্যাসের কারণে অসুস্থ হয়ে পড়েন বলে চিকিৎসকরা জানান।