কাজে কর্মে সৎ-শুদ্ধ হতে হবে
প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্য সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেছেন, শুদ্ধাচার কৌশল বাংলাদেশকে এগিয়ে নিতে সহায়তা করবে।
শনিবার বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত জাতীয় শুদ্ধাচার বিষয়ক এক কর্মশালা উদ্বোধনীতে তিনি একথা বলেন। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় এই কর্মশালার আয়োজন করে।
মূখ্য সচিব বলেন, বিদ্যুৎ বিভাগের কর্মপরিকল্পনা এগিয়ে নিতে কর্মকর্তাদের শুদ্ধাচার কৌশল পথ দেখাবে। শুদ্ধাচার মানে ভাল ব্যবহার, কর্মে সততা এবং দক্ষতা বাড়ানো। প্রতিদিন আমাদের জীবন, সংসার থেকে যা ভাল শিখছি তা কর্ম ক্ষেত্রের কাজেও দেখানো।
বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ড. আহমেদ কায়কাউসের সভাপত্তিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যদের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মহিউদ্দিন খান, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মাকছুদা খাতুন, অতিরিক্ত সচিব মাহবুব উল আলম বক্তৃতা করেন।