কানাডায় তেল ক্ষেত্রে দুর্ঘটনা, নিহত ১

কানাডার পশ্চিমাঞ্চলে একটি তেল ক্ষেত্রে বিস্ফোরণে একজন নিহত ও অপর একজন আহত হয়েছে। কানাডার সহায়তায় পরিচালিত চীনা কোম্পানি সিএনওওসি শুক্রবার এ কথা জানায়।
তবে উত্তরাঞ্চলের আলবার্টা প্রদেশের ফোর্ট ম্যাকমুরির দক্ষিণে লং লেক কেন্দ্রে শুক্রবারের এ বিস্ফোরণের কারণ সম্পর্কে কানাডা ভিত্তিক নেক্সান এনার্জি ইউএলসি কিছু বলেনি।
নেক্সান এক বিবৃতিতে জানায়, ঘটনার পর তারা জরুরি পরিকল্পনা কার্যক্রম শুরু করেছে এবং উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে রয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘এক জন নিহত ও একজন আহত হওয়ার ঘটনায় আমরা খুবই দুঃখিত। আহত ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে। অন্য সব ব্যক্তিদের খোঁজা হচ্ছে।’
কেন্দ্রটি বন্ধ করে দেয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
নেক্সান জানায়, কেন্দ্রের আশেপাশের লোকজন ও ভেতরে অবস্থানরত ব্যক্তিদের জন্য তাৎক্ষনিক কোন বিপদের সম্ভাবনা নেই।
আলবার্টা এনার্জি রেগুলেটর (এইআর) গত জুলাইয়ে লং লেক তেল ক্ষেত্রের একটি পাইপলাইন ফেটে যাওয়ার খবর দিয়েছিল।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, তেলক্ষেত্রে বিস্ফোরণের ফলে বর্জ্য পানি ও বালি মিশ্রিত প্রায় ৩১ হাজার ৫শ’ ব্যারেল তেল ওই কেন্দ্র থেকে বেরিয়ে এসেছে।
চায়না ন্যাশনাল ওভারসিস অয়েল কর্পোরেশন বা সিএনওওসি গ্রুপ ২০১৩ সালে ১৫ বিলিয়ন ডলারে নেক্সান কোম্পানিটি কিনে নেয়।