কাফকোকে নিরবচ্ছিন্ন গ্যাস দেওয়ার চুক্তি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (বুধবার, ৩০শে জুলাই ২০২৫): 

কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডকে (কাফকো) নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করতে চুক্তিবদ্ধ হয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। গড়ে দৈনিক ৫ কোটি ৫০ লাখ ঘনফুট প্রাকৃতিক গ্যাস সরবরাহ করার নিশ্চয়তা দেয়া হয়েছে।

এবিষয়ে বুধবার পেট্রোসেন্টারে কাফকো ও কেজিডিসিএল এর মধ্যে গ্যাস বিক্রয় চুক্তি হয়েছে।

কাফকো যৌথ বিনিয়োগের বিদেশি কোম্পানি। প্রাকৃতিক গ্যাস দিয়ে সার উৎপাদন করে। চট্টগ্রামে অবস্থিত হলেও বিদেশি কোম্পানি হওয়ায় বাংলাদেশকে কাফকো থেকে আন্তর্জাতিক বাজার দরে বৈদেশিক মুদ্রায় সার কিনতে হয়।

বাংলাদেশের মালিকানাধীন সার কারখানা গুলো গ্যাসের অভাবে বছরের অধিকাংশ সময় বন্ধ থাকে।

কেজিডিসিএল-এর পক্ষে কোম্পানির সচিব কবির উদ্দিন আহম্মদ এবং কাফকো’র পক্ষে সিসিও ও কোম্পানি সচিব খাজা সাইদুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

 

চুক্তি সই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, কেজিডিসিএল-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এস এম মঈন উদ্দীন আহম্মেদ, পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান, বিসিআইসি চেয়ারম্যান মো. ফজলুর রহমান এবং কেজিডিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালকসহ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, কাফকো এবং পেট্রোবাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

চুক্তির পর বকেয়া শোধ

চুক্তি সই শেষে বকেয়া গ্যাস বিল বাবদ ৯২৩ কোটি ৮১ লক্ষ ১৮ হাজার ৬১৬ টাকা এবং ডিমান্ড চার্জ বাবদ ৩৪ কোটি ৩৭ লক্ষ ৩৫ হাজার ৮৪৮ টাকার দুটি চেক কেজিডিসিএলকে হস্তান্তর করেছে কাফকো।কেজিডিসিএল আবার বকেয়া বাবদ ৬৩৪ কোটি ১ লাখ ৭৭ হাজার ২৬৫ টাকার চেক পেট্রোবাংলাকে হস্তান্তর করেছে।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই চুক্তির মাধ্যমে কাফকোতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে। যা দেশের কৃষি ও শিল্প উৎপাদন বৃদ্ধিতে সরাসরি অবদান রাখবে।