কুমিল্লায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

কুমিল্লা জেলার হোমনা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার জয়পুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী জানান, জয়পুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মজিব ভান্ডারীর স্ত্রী জাকিয়া বেগম বাড়ির পাশে মাছের চাই বসাতে গেলে বিদ্যুৎ খুটির সাথে তার শরীর স্পর্শ লাগে। খুটি বিদ্যুতায়িত থাকায় খুটিতে সে জড়িয়ে যায়। এসময় জাকিয়া বেগমের স্বামী মজিব ভান্ডারী তার স্ত্রীকে উদ্ধার করতে গেলে সে ও তার স্ত্রী বিদ্যুতায়িত হয়ে মারা যায়। ওই দম্পতির একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।