কুয়াশা: ভারতে উড়োজাহাজ ও ট্রেনের সময় বিপর্যয়

ঘন কুয়াশার কারণে ভারতের রাজধানী নয়াদিল্লি অভিমুখী ও বহির্মুখী উড়োজাহাজ ফ্লাইট ও ট্রেনের সময়সূচিতে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে।কুয়াশার কারণে ফ্লাইট ও ট্রেন পরিচালনা দুঃসাধ্য হয়ে ওঠায় দিল্লি বিমানবন্দরের ১৬টি ফ্লাইট বিলম্বিত হয়েছে, বাতিল করা হয়েছে দু’টি ফ্লাইট। এছাড়া, বিলম্বিত হয়েছে অর্ধশতাধিক ট্রেন সূচি। স্বাভাবিক যান চলাচলও পড়েছে বাধার মুখে।
সোমবার সকালে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, রোববার (২১ ডিসেম্বর) দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাত্র ১৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবারও সর্বোচ্চ একই ধরনের তাপমাত্রা বিরাজ করতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৫ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় আবহাওয়া অধিদফতর জানায়, তাপমাত্রার এই নিম্নমুখিতা আগামী ক’দিনেও অব্যাহত থাকবে, তাই বলাই যাচ্ছে দিল্লিজুড়ে বিশেষত এর উত্তরাঞ্চলে তীব্র শীত অব্যাহত থাকছে।
ঘন কুয়াশার কারণে পরের ক’দিনেও ফ্লাইট ও ট্রেন সূচিতে ব্যাপক পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।