কৈলাশটিলায় কূপ খনন শুরু

সিলেটের গোলাপগঞ্জের কৈলাশটিলা তেলক্ষেত্রের সাত নম্বর কূপ খনন শুরু হয়েছে।
রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি (বাপেক্স) এই খনন করছে। শুক্রবার দুপুরে এই খনন শুরু হয়। এ সময় পেট্রোবাংলার অধ্যাপক ড. চেয়ারম্যান হোসেন মনসুর, পেট্রোবাংলার পরিচালক (অপারেশন) কামরুজ্জামানসহ বাপেক্স ও পেট্রোবাংলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের সহকারি মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক কামরুল ইসলাম সর্দার সাংবাদিকদের জানান, একূপ থেকে দিনে আড়াই কোটি ঘনফুট গ্যাস ও ৫০০ ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলনের সম্ভাবনা রয়েছে।
ভূতাত্ত্বিক জরিপে কৈলাশটিলা তেলক্ষেত্রে চার কোটি ৪০ লাখ ব্যারেল তেল ও ৬৫৮ বিলিয়ন কিউবিক ফুট (বিসিএফ) গ্যাস মজুদ পায় বাপেক্স।
২০১২ সালের মে মাসে কৈলাসটিলা ও হরিপুর গ্যাসক্ষেত্রে নতুন তেল ও গ্যাস স্তর পাওয়ার ঘোষনা দেয় পেট্রোবাংলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বরে সিলেট সফরের সময় এই কূপটির খনন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
রিগ স্থাপনসহ নানা জটিলতায় দীর্ঘদিন এখানে কুপ খনন থেকে ছিল। বিজয় ১০ নামের রিগ দিয়ে খনন করা হচ্ছে। আগামী চার মাসের মধ্যে এ কূপ খনন শেষ হওয়ার কথা।