কড়াইলে বস্তির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
রাজধানীর কড়াইল বস্তিতে নেয়া অবৈধ সংযোগের ১০টি মূল সংযোগ স্থান কেটে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।এছাড়া এক/দুই ইঞ্চি ব্যাসের এক হাজার ফুট এবং তিন/চার ইঞ্চি ব্যাসের ২৫০ ফুট অবৈধ গ্যাস পাইপ তুলে ফেলা হয়েছে।এরমধ্য দিয়ে তিন কিলোমিটারের মধ্যে থাকা সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। সোমবার তিতাস কর্তৃপক্ষ এই অবৈধ পাইপ তুলে ফেলে।
তিতাস সূত্র জানায়, মঙ্গলবার নরসিংদীর শিবপুর এলাকায় কোম্পানির পরিদর্শন দল দুই ইঞ্চি ব্যাসের ৪০০ ফুট, আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় দুই ইঞ্চি ব্যাসের এক কিলোমিটার, জিনজিরার ঘাটারচর এলাকায় এক ইঞ্চি ব্যাসের ২২৫ ফুট এবং দুই ইঞ্চি ব্যাসের ২৫০ ফুট অবৈধ গ্যাস পাইপ তুলে ফেলে।এছাড়া জিনজিরার ঘাটারচরের ভার্কুতা এলাকায় দুই ইঞ্চি ব্যাসের ২৮০ ফুট, এক ইঞ্চি ব্যাসের ২৬৫ ফুট, তিন/চার ইঞ্চি ব্যাসের ১৫০ ফুট পাইপ তুলে ফেলা হয়।টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় শুভূল্লা ও গোড়াইল রেল ষ্টেশন এলাকায় দুই ইঞ্চি ব্যাসের ৯৫০ ফুট ও কুমরজানী রোড এলাকায় এক ইঞ্চি ব্যাসের ১০০ ফুট পাইপ তুলে ফেলা হয়েছে।
একমাসে প্রায় ৭৫ হাজার ফুট লম্বা অবৈধ গ্যাস পাইপ অপসারণ করা হয়েছে।অবৈধ গ্যাস বিতরণ পাইপ স্থাপন ও অবৈধ সংযোগের সাথে জড়িত থাকার কারণে কোম্পানীর দুইজন কর্মকর্তা ও নয়জন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়।যার মধ্যে সাতজন কর্মচারীকে চাকুরিচ্যুত করা হয়েছে।এছাড়া অবৈধ গ্যাস সংযোগের সাথে জড়িত থাকার কারণে ২৯টি ঠিকাদারী প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।