‘কয়লা উধাও’ তদন্ত প্রতিবেদন জমা

বড়পুকুরিয়া ‌’কয়লা উধাও’ ঘটনায় গঠিত পেট্রোবাংলার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।

আজ বুধবার বিকেলে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছে তার সচিবালয়ের দফতরে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়।

প্রতিবেদন নিয়ে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, প্রথম থেকে এ পর্যন্ত কেউ কয়লার হিসাব রাখেনি।
ঘটনা আরও তদন্তের জন্য জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে আর একটা কমিটি করা হবে। সেখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাকেও রাখা হবে বলে প্রতিমন্ত্রী জানিয়েছেন।
বড়পুকুরিয়া খনি থেকে কয়লা তুলে মজুদাগারে রাখা হয়। কিন্তু বিক্রির পর বছরে কতটুকু কয়লা অবশিষ্ট থাকলো, তা কখনও পরিমাপ করা হয়নি।

প্রতিবেদন পাওয়ার পর বিকেলে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী সংশ্নিষ্ট কর্মকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস, জ্বালানি সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম, পিডিবি চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ ও পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়েজউল্লাহ।
এদিকে সকালে বড়পুকুরিয়া খনির সামনের বাজারে কয়লা উধাও-এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন-বড়পুকুরিয়া বাজার শাখা।