কয়লা ও গ্যাসের পর পানি সংকটে বিদ্যুৎ উৎপাদন
নিজস্ব প্রতিবেদক:
কয়লা ও গ্যাসের পর এবার পানি সংকটে উৎপাদন ঝুঁকিতে কাপ্তাই বিদ্যুৎকেন্দ্র।
কাপ্তাইয়ের কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্র পানি সংকট নিয়ে চলছে। কাপ্তাই লেকে পানিস্তর কমে বিপজ্জনক পর্যায়ে নেমে। টানা খরার কারণে এই অবস্থা বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
পিডিবি সূত্র জানায়, কাপ্তাই লেকের বিভিন্ন জায়গা শুকিয়ে আছে। বিদ্যুৎ উৎপাদনের জন্য পাঁচটি ইউনিট পুরোপুরি সচল থাকলেও শুধু একটি ইউনিট চালু আছে। এতে উৎপাদন হচ্ছে মাত্র ২৫ মেগাওয়াট বিদ্যুৎ। যে ইউনিটটি চালু আছে তারও উৎপাদন ক্ষমতা ৪২ মেগাওয়াট। স্বাভাবিক পানি থাকলে এই কেন্দ্র থেকে ২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যেত।
পরিমাপ অনুযায়ী লেকে পানি থাকার কথা সমুদ্র পৃষ্ট থেকে ৭৮ দশমিক ১০ ফুট। কিন্তু আছে ৭৩ দশমিক ৫০ ফুট। লেকে পানির স্তর ৭০ ফুটে নামলে বিদ্যুৎ উৎপাদন পুরো বন্ধ করতে হবে।
এবার এখন পর্যন্ত বৃষ্টি কম বলে এই অবস্থা। কিছু দিনের মধ্যে বৃষ্টি হলে আর লেকে কাঙ্খিত পানি জমলে এই সমস্যা মিটে যাবে বলে মনে করছে পিডিবি।