কয়লা তুলতে রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দেশীয় কয়লা ব্যবহারের বিকল্প নেই। এবিষয়ে দ্বিমত হওয়ার সুযোগ নেই। অনেক আলোচনা হয়েছে। এখন সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়নের দিকে যেতে হবে।
বৃহস্পতিবার বিদ্যুৎভবনের বিজয় হলে পাওয়ার এনার্জি রিসার্স ডেভেলপমেন্ট সেন্টার (পিইএনআরডিসি) আয়োজিত ‘বিদ্যুৎখাতের উন্নয়ন: দেশীয় কয়লা একমাত্র উপায়’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। আগামী এক মাসের মধ্যে মিয়ানমারের পাশের গ্যাস ব্লকগুলোতে অনুসন্ধানের জন্য চুক্তি করা হবে বলে প্রতিমন্ত্রী জানান।
সেমিনারে সভাপতিত্ব করেন প্রকৌশলী মোহাম্মদ আলী। আলোচনায় অংশ নেন পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান শাহীনুল ইসলাম খান ও পেট্রোবাংলার সাবেক পরিচালক মকবুল ই এলাহী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিইএনআরডিসি চেয়ারম্যান প্রকেীশলী মেসবাহ উর রহমান টুটুল।
বক্তারা বলেন, দেশের উন্নয়নের জন্য দেশীয় কয়লা ব্যবহারের বিকল্প নেই। আর সেই কয়লা ব্যবহারের জন্য রাজনৈতিক সিদ্ধান্ত দরকার। রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া কয়লা তোলা যাবে না। প্রাথমিক জ্বালানি নিশ্চিত করতে এবং বিদ্যুৎ উৎপাদনের খরচ কমাতে দেশীয় কয়লা তুলতেই হবে। একই সাথে খনি এলাকার মানুষের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। খনি এলাকার মানুষের পূনবাসন যদি যথাযথভাবে হয়, ব্যবস্থাপনা যদি ভাল হয়, তবে ঐ এলাকার কেউ আর এর বিরোধীতা করবে না।
প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম যে পর্যায়ে এসেছে তা যদি অব্যাহত থাকে তবে সাশ্রয়ী দামে বিদ্যুৎ দেয়া সম্ভব হবে। সাশ্রয়ী দামে বিদ্যুৎ সরবরাহ করা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে চলতে হচ্ছে। বাংলাদেশ উন্নত দেশের দিকে যেতে চাই। উন্নত দেশে যাওয়ার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আর পেছনে ফেরার সুযোগ নেই। সেজন্য নেতৃত্ব দরকার। বাংলাদেশে প্রচুর সম্পদ আছে। অতীতে যথাযথ নেতৃত্বের অভাবে সে সম্পদ ব্যবহার করা যায়নি। এখন সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশের সম্পদ ব্যবহার করার উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদন করতে গ্যাস প্রধান জ্বালানি থাকবে না। অন্য জ্বালানির দিকে যেতে হবে। সেই উদ্যোগ নেয়া হচ্ছে। এলএনজি আমদানি করার জন্য ভাসমান টার্মিনাল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি জানান।
মুল প্রবন্ধে বলা হয়, আন্তর্জাতিকবাজার দর হিসাব করলে পৃথিবীতে এখন কয়লা দিয়ে সব থেকে কম দামে বিদ্যুৎ উৎপাদন করা যায়। গ্যাসের চেয়ে সাতভাগ কম দামে কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন হয়। পৃথিবীর ৪০ ভাগ বিদ্যুৎ উৎপাদন হয় কয়লা দিয়ে। বাংলাদেশে ৭০ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সমান কয়লা মজুদ আছে। তিন হাজার মেগাওয়াট করে আগামী ৫০ বছর এই কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।