খুলনায় নদী দখল ও ভাঙন প্রতিরোধের উদ্যোগ
লনা জেলার বিভিন্ন উপজেলার নদী ভাঙন ও নদী দখল প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পানি উন্নয়ন বোর্ড জনপ্রতিনিধিদের সহযোগিতা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।
খুলনা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসক আনিস মাহমুদ এর সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে সোমবার সকালে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় এই বিষয়ে পাইকগাছাসহ অন্যান্য উপজেলা পরিষদের চেয়ারম্যানরা বক্তব্য দেন। এরই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয় ।
মাসিক এই সভায় স্বাস্থ্য, শিক্ষা প্রাথমিক শিক্ষা মৎস্য, প্রানিসম্পদ, মহিলা বিষয়ক, শিশু একাডেমী, আনসার, বিএডিসি, জনস্বাস্থ্য প্রকৌশল, সিটি কর্পোরেশন, গণপূর্ত, সড়ক ও জনপথ, কৃষি, বিদ্যুৎ, খাদ্য, ইসলামিক ফাউন্ডেশন, বনবিভাগসহ অন্যান্য দপ্তরের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
সিভিল সার্জন ডা. মো. ইয়াছিন আলী সভায় জানান সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল শূন্য পদ পূরণের লক্ষে দু’একদিনের মধ্যে ডাক্তার নিয়োগ দেয়া হবে । এর ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আর চিকিৎসক সংকট থাকবে না ।
জেলা প্রশাসক আনিস মাহমুদ প্রধানমন্ত্রীর প্রতিশ্র“ত প্রকল্পগুলো বাস্তবায়নে আরও যত্মবান হতে এবং জেলা ওয়েবপোর্টালটি সবসময় হালনাগাদ রাখতে সকল কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
সভায় পুলিশ সুপার হাবিবুর রহমানসহ উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা পর্যায়ের সরকারি দপ্তরের প্রধানরা অংশ নেন।