খড়ায় পুড়ছে ব্রাজিল
স্মরণকালের ভয়াবহ খড়ায় পুড়ছে ব্রাজিল। পানির জন্য হাহাকার দেখা দিয়েছে রিওডি জেনিরো, মিনাস গেরিয়াসসহ প্রায় সবগুলো শহরে। এটি দেশটির ৮০ বছরের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ খড়া।
বিশ্লেষকরা বলছেন, নয় মাসের অব্যাহত খড়ায় দেশটির পানির পরিমাণ প্রায় ৯৫ ভাগ কমে গিয়েছে। খড়ায় ভুগছে দেশটির ২৯ টি শহর।
সাউ-পাউলোর গভর্ণর জরুরি ভিত্তিতে পানি সরবরাহ দেয়ার জন্য শহরের জলাধার কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন পাঠিয়েছেন। শহরটি প্রধান জলাধারে পানির পরিমাণ ইতিমধ্যে কমে গেছে। প্রচণ্ড খড়ায় পানির লেভেল কমার পাশাপাশি, এর আশেপাশে বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।
খড়ার প্রভাব পড়েছে অন্যান্য শহরগুলোতে। পানির দাবিতে বিক্ষোভ করছেন রিওডি জেনিরো, মিনাস গেরিয়াস এর বাসিন্দারা। -বিবিসি।