গণশুনানি করবে সিপিবি-বাসদ

গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে গণশুনানি করার ঘোষণা দিয়েছে সিপিবি ও বাসদ। আজ শনিবার দল দুটোর সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে আগামী ২৮ ফেব্রুয়ারি রাজধানীতে আধাবেলা হরতাল সমর্থনের জন্য ঢাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
গত বৃহস্পতিবার দুই দফায় গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয় বিইআরসি।
সম্মেলনে  সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সরকার গ্যাস খাত থেকে ভ্যাট, লভ্যাংশ ও আগাম কর্পোরেট ট্যাক্স হিসেবে যে ৬০ ভাগ অর্থ নিয়ে নেয় তা কমিয়ে দিলে বর্তমান দামের চেয়ে কম দামে জনগণকে গ্যাস সরবরাহ করা সম্ভব। তিনি বলেন, গ্যসের দাম বাড়িয়ে জনগণকে দুর্ভোগে ঠেলে দিয়ে সমতা আনার পরিবর্তে এলপিজির দাম কমিয়ে তা করলে জনগণের কল্যাণ হতো। বাসদ সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেন, জ্বালানি খাত বহুজাতিক কোম্পানীর হাতে আগেই তুলে দেয়া হয়েছে। এখন সিলিন্ডার ব্যবসায়ীদের ব্যবসা নিশ্চিত করতে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে একটি হিসাব দিয়ে বলা হয়, ২০১৫-১৬ গ্যাস বিক্রি বাবদ আয় হয়েছে ১৬ হাজার ৬২৬ কোটি টাকা। সরকার ভ্যাট নিয়েছে ৫৫ শতাংশ, লভ্যাংশ নিয়েছে ২ শতাংশ, আগাম কর্পোরেট ট্যাক্স ৩ শতাংশ, সম্পদমূল্য মার্জিন ১৫. ৯৬ শতাংশ, গ্যাস ডেভেলপমেন্ট ফান্ড বাবদ ৫.১৪ শতাংশ অর্থাৎ মোট ৮১.১০ শতাংশ সরকার নিয়ে নিয়েছে। এর অর্থমূল্য দাঁড়ায় ১৩ হাজার ৪৮৪ কোটি টাকা।“পরিচালন ব্যয় বাদ দিলে কোম্পানির লাভ ৫ শতাংশ বা ৮৩১ কোটি টাকা। গ্যাস ডেভেলপমেন্ট ফান্ডে জমা আছে ১৯ হাজার ৪৭৫ কোটি টাকা। লাভ হওয়া সত্ত্বেও গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত কেন?
সংবাদ সম্মেলনে বলা হয়, দুই চুলায় মাসে ৯২ ঘনমিটার গ্যাস ব্যবহারের হিসাব ধরা হলেও বাস্তবে গড়ে গ্যাস ব্যবহার করা হয় ৪৫ ঘনমিটার। অর্থাৎ ব্যবহারকারীরা ৪৭ ঘনমিটার গ্যাস ব্যবহার না করেও দাম ঠিকই দিয়ে যাচ্ছে।অপরদিকে বর্তমানে দুই চুলার জন্য বিল দিতে হয় ৬৫০ টাকা, যার ৫৫ শতাংশ ভ্যাট অর্থাৎ গ্যাসের দাম ২৯৩ টাকা আর ভ্যাট বাবদ সরকার নেয় ৩৫৭ টাকা। সরকারকে এই বিপুল পরিমাণ ট্যাক্স দেওয়ার পরও গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত কেন?
এ সময় সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্যর লক্ষ্মী চক্রবর্তী, কাজী সাজ্জাদ জহির চন্দন, রফিকুজ্জামান লায়েক, অনিরুদ্ধ দাস অঞ্জন, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, জাহেদুল হক মিলু, আব্দুর রাজ্জাক, খালেকুজ্জামান লিপন উপস্থিত ছিলেন।