‘গাছেরও তো আছে প্রাণ’ এই শ্লোগানে পরিচ্ছন্ন কর্মসূচী
‘গাছেরও তো আছে প্রাণ’ এই শ্লোগানে শনিবার ধানমন্ডি লেক পাড়ে এক ‘পরিচ্ছন্ন কর্মসূচী’ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সবুজ পাতা ও ফ্রি দ্যা ট্রি-এর যৌথ আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে শুরু করে ঝিগাতলা বিডিআর গেট থেকে ধানমন্ডি ৩২ পর্যন্ত গাছগুলোতে লাগানো বিভিন্ন পেরেক-পিন-সাইনবোর্ড ও গাছের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সবকিছু তুলে ফেলে।
এ সময় ‘এই গাছ আজ থেকে বিজ্ঞাপনমুক্ত’ লেখা সবুজ ফিতা বেধে দেয়া হয়। এ সময় বাপা’র যুগ্মসম্পাদক স্থপতি ইকবাল হাবিব, বাপা’র প্রাক্তন সাধারণ সম্পাদক মহিদুল হক খান, স্টান্ডার্ড চ্যাটার্ড ব্যাংকের কর্মকর্তা সাব্বির আহম্মেদ, ইউডা’র শিক্ষক অধ্যাপক শাহজাহান আহমেদ, সবুজ পাতার সংগঠক সায়েদ আলম, বাপা’র যুগ্মসম্পাদক মিহির বিশ্বাস ও আলমগীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ধানমন্ডি ও এর আশপাশের এলাকাবাসীর হাটা, বেড়ানো ও বিশ্রামের অন্যতম বিনোদন স্থান ধানমন্ডি লেক পাড়ের ‘বৃক্ষরাজী’ বর্তমানে ব্যাপক বিপর্যয়ের শিকার। গাছে সাইনবোর্ড লাগানো, ছোট-বড় বিজ্ঞাপন লাগানোসহ বিভিন্নভাবে ছোট-বড় পেরেক ও পিন ব্যবহার করা হয়, তাছাড়া বিভিন্ন গাছের ছালও তুলে ফেলা হয়েছে। কিছু অসচেতন ব্যক্তির ভুলের জন্য এখানকার বৃক্ষগুলো সঠিকভাবে বেড়ে উঠতে পারছে না। সচেতনতা, রক্ষনাবেক্ষণ ও পরিচর্যার অভাবে লেকের চারপাশের বৃক্ষগুলো আজ মৃত অথবা অর্ধমৃত হয়ে পড়েছে, যার কারণে এখানকার পরিবেশেরও অব্যাহত ক্ষতি সাধিত হচ্ছে। বৃক্ষসমূহ রক্ষার তেমন কোন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। গাছ রক্ষার জন্য সবাইকে সচেতন করতেই আজকের এই কর্মসূচী।