গাছ লাগিয়ে পরিবেশ দিবস পালন করল শেভরন

গাছ লাগানোর মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করল শেভরন বাংলাদেশ।

আজ সোমবার রাজধানীর রাজউক গুলশান সেন্ট্রাল পার্কে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

 

কর্মসূচির উদ্বোধন করেন শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট কেভিন লিওন। এতে কোম্পানির পরিচালক (অপারেশন) গর্ডনমুরে, পররাষ্ট্র পরিচালক নাসের আহমেদসহ ঢাকা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে কেভিন লিওন বলেন, শেভরন সবসময়  পরিবেশ সুরক্ষার কর্মসূচি নিয়ে থাকে। সেই সঙ্গে কর্মীদেরও এস বব্যাপারে উৎসাহিত করে।

 

তিনি বলেন, পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ, রক্তদান কর্মসূচি, দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের ঘর তৈরি করাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

 

২০০৫ সাল থেকে শেভরন বাংলাদেশ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে। এপর্যন্ত এক লাখ ৩০ হাজার গাছ লাগানো হয়েছে।