গাজীপুরে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালিত

জ্বলছে আলো চলছে দেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে রোববার গাজীপুরে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালিত হয়েছে।  এ উপলক্ষে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভার আয়োজন করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মহসিন সকালে রাজবাড়ী মাঠে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজবাড়ীর নাট মন্দিরে শেষ হয়। আলোচনা সভায় গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জহিরুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য দেন নূর মোহাম্মদ, কাজী আলিম উদ্দিন।  এ ছাড়া জেলার কালীগঞ্জে অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে।