দ্বিতীয় ধাপে গ্যাসের দাম আপাতত বাড়ছে না: উচ্চ আদালতে স্থগিত
দ্বিতীয় ধাপের গ্যাসের দাম আর আপাতত বাড়ছে না। দ্বিতীয় ধাপে ১লা জুন থেকে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত উচ্চ আদালত ছয় মাসের জন্য স্থগিত করেছে।
‘আইনের ব্যত্যয় ঘটিয়ে’ দেয়া গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সচিবকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবা দিতে বলা হয়েছে।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চে আজ মঙ্গলবার এই আদেশ দেয়া হয়।
ক্যাবের পক্ষে প্রকৌশলী মোবাশ্বের হোসেন সোমবার হাইকোর্টে রিট আবেদনটি করেন। সেখানে গ্যাসের দাম বাড়ানো সংক্রান্ত বিজ্ঞপ্তির কার্যকারিতার উপর স্থগিতাদেশ চাওয়া হয়। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ সাইফুল আলম।
এনার্জি রেগুলেটরি কমিশন ২৩শে ফেব্রুয়ারি গ্যাসের দাম বাড়িয়েছে। আগামী ১লা মার্চ থেকে প্রথম ধাপ এবং ১লা জুন থেকে দ্বিতীয় ধাপে গ্যাসের দাম কার্যকর হওয়ার কথা।
আদালতের নতুন করে আদেশ না আসা পর্যন্ত প্রথমধাপে অর্থাৎ ১লা মার্চ থেকে যে দাম বাড়ানো হয়েছে শুধু তাই কার্যকর হবে।
প্রথমধাপে আবাসিক গ্রাহকদের একচুলা ৭৫০ টাকা এবং দুই চুলা ৮০০ টাকা করা হয়েছে। আর জুন থেকে হওয়ার কথা ছিল একচুলা ৯০০টাকা ও দুই চুলা ৯৫০ টাকা। সিএনজি ১লা মার্চ থেকে ছিল প্রতি হাজার ঘনমিটার ৩৮ টাকা ও ১লা জুন থেকে ৪০ টাকা।