গ্যাসের দাম না বাড়ানোর দাবি

গ্যাসের দাম না বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ স্মল এন্ড ক্যাপটিভ পাওয়ার প্রডিউসার এসোসিয়েশন।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মোহসিন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোস্তফা কামাল, শিল্প উদ্যোক্তা মোহাম্মদ আব্দুস সালাম, শেখ ফজলুর রহমান বকুল, শেখ আসাদুল আলম মাসুদসহ অন্যরা।
সংবাদ সম্মেলনে বলা হয়, গ্যাসের যে সিস্টেম লস হয় তা বন্ধ করলে লোকসান হবে না। দাম ও বাড়াতে হবে  না। সিস্টেম লসের বেশিরভাগই চুরি হয় বলে জানানো হয়। বলা হয়, গ্যাসের দাম যদি বাড়ানো হয় তবে যেন অন্য বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যে দামে গ্যাস দেয়া হয় সেই দাম নির্ধারণ করা হয়। ক্যাপটিভের জন্য বেশি দাম না রাখা হয়। ক্যাপটিভ ও অন্য বিদ্যুৎ কেন্দ্রর দাম আলাদা হওয়াটা দ্বিমুখি নীতির সামিল। এই দুই দামের মধ্যে সামঞ্জস্য থাকা উচিত। এই নীতির কারণে শিল্প ক্ষতিগ্রস্থ হবে। অর্থনীতি পঙ্গু হবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিদ্যুতের দাম অন্যদের চেয়ে বেশি। এই বৈষম্য দূর করতে হবে। এতে আরইবি অঞ্চলের শিল্পের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। এর সাথে যদি নতুন করে গ্যাসের দাম বাড়ানো হয় তবে শিল্প ক্ষতিগ্রস্ত হবে। গ্রামাঞ্চলে উৎপাদন করা পণ্যের দাম বেড়ে যাবে।
উল্লেখ্য, গ্যাস সরবরাহ করা প্রত্যেক কোম্পানি দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের উপর আগামী ২রা ফেব্রæয়ারি গণশুনানি করবে।