গ্যাসের দাম নির্ধারণে গণশুনানি হবে ২১-২৪শে মার্চ

নিজস্ব প্রতিবেদক:

গ্যাসের দাম নির্ধারণে গণশুনানি হবে ২১ থেকে ২৪শে মার্চ পর্যন্ত। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে।

বিইআরসি চেয়ারম্যান মো. আব্দুল জলিল বলেন, মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। প্রস্তাবগুলো মূল্যায়ন করে গণশুনানির মাধ্যমে যথাযথ সিদ্ধান্ত নেয়া হবে।

বিতরণ কোম্পানিগুলো গ্যাসের খুচরা মূল্য দ্বিগুণেরও বেশি বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিইআরসিতে। আবাসিক দুই চুলায় ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ১০০ টাকা এবং এক চুলা ৯২৫ টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়। প্রিপেইড, শিল্প, সিএনজি, বিদ্যুৎ, ক্যাপটিভ গ্যাসের দামও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

২০১৯ সালের ৩০ জুন গ্যাসের গড়মূল্য ৩২ দশমিক ৮ শতাংশ বাড়ায় বিইআরসি। তাতে ভোক্তা পর্যায়ে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৭ টাকা ৩৮ পয়সা থেকে বেড়ে ৯ টাকা ৮০ পয়সা হয়।