গ্যাসের দাম বাড়লেও সারের দাম বাড়ানো হবে না: কৃষি উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (বৃহস্পতিবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৫):
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গ্যাসের দাম বাড়লেও সারের দাম বাড়বে না।
বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনার্জি বাংলার এক প্রশ্নের জবাবে উপদেষ্টা একথা বলেন।
উপদেষ্টা বলেন, আমি যতদিন দায়িত্বে আছি ততদিন সারের দাম বাড়ানো হবে না।
সম্প্রতি পেট্রোবাংলাসহ গ্যাস সরবরাহকারী কোম্পানিগুলো সার উৎপাদনে দেওয়া গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। ৬ই অক্টোবর এই প্রস্তাবের শুনানির দিন নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
কৃষি মন্ত্রণালয়ের গত এক বছরের সাফল্য, অর্জন ও সার্বিক অগ্রগতি সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গত এক বছরে ৮৮ লাখ ৫৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সার, বীজ, চারা এবং অন্যান্য সহায়তার জন্য ৮৯৩ কোটি ২০ লাখ টাকা প্রণোদনা দেওয়া হয়েছে।
সারের বকেয়া ২০ হাজার ৬৯১ কোটি টাকাসহ মোট ৭ হাজার ৬৮৪.৯৭ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। রাশিয়া থেকে বিনামূল্যে ৩০ হাজার টন সার প্রাপ্তির কার্যক্রম শেষ হয়েছে। সার আমদানির সিন্ডিকেট ভেঙে দেওয়ায় সরকারের ২৩৩ কোটি ৬১ লাখ টাকা সাশ্রয় হয়েছে। ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০০৯’ হালনাগাদ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
পাটকলের অব্যবহৃত গুদামকে সার মজুতের জন্য ব্যবহার করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা।