গ্যাসের দাম বাড়বে, ভর্তূকিও থাকবে

বাজেট বক্তৃতায় গ্যাসের দাম বাড়ানোর ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী। এলএনজি আমদানি করে চাহিদা মেটাতে এই দাম বাড়ানো হবে। তবে বিদ্যুৎখাতের মতো গ্যাসেও ভর্তুকি দিয়ে দাম সহনীয় রাখার পরিকল্পনা করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, গ্যাসের দাম নিয়ে নানা কথা উঠছে। ২০১৮ সালে গ্যাস আমদানি শুরু হলে গ্যাসের আন্তর্জাতিক দামে তা খরিদ করতে হবে। এজন্য গ্যাসের উপর ধার্য বর্তমান করাদি যৌক্তিকীকরণ করা হবে। এর ফলে, ইউনিট প্রতি গ্যাসের দাম যে বাড়বে তাতে কোন সন্দেহ নেই। তবে বিদ্যুৎ ব্যবহারে ভর্তুকি দেয়ার মতই নীতি অনুসরণ করে গ্যাসের দামও সমন্বয় করা হবে।

বঙ্গোপসাগরের তেল গ্যাস অনুসন্ধান দেরি হওয়ায় গ্যাস সংকট মোকাবেলায় ২০২১ সালের মধ্যে স্থলভাগে ১০৮ টি কুপ খনন ও ২০১৮ সালের মধ্যে এলএনজি আমদানী শুরু হলে গ্যাসের দাম বাড়ার ইঙ্গিত দেন অর্থমন্ত্রী ।

এলএনজি আমদানি ও টার্মিনাল স্থাপন

গ্যাস সংকটের কারণে বন্ধ বিদ্যুৎ কেন্দ্রগুলোতে এলএনজি সরবরাহের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এ জন্য এলএনজি টার্মিনাল স্থাপন ও এলএনজি আমদানির কার্যক্রম আরো জোরদার করা হবে। ২০১৮ সালের শেষ নাগাদ এলএনজি আমদানি ও গ্যাস সরবরাহ করা সম্ভব হবে বলে জানান অর্থমন্ত্রী।

গ্যাস উৎপাদন

চাহিদার সাথে সামঞ্জস্য রেখে গ্যাসের উৎপাদন বাড়ানোর জন্য চলমান অনুসন্ধান কার্যক্রম আরো জোরদার করা হবে। ভারত ও মিয়ানমারের সাথে সামুদ্রিক সীমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির ফলে গভীর এবং অগভীর সমুদ্রে আমাদের গ্যাস অনুসন্ধানের ক্ষেত্র সম্প্রসারিত হয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানো হবে।

বাপেক্স ২০২১ সালের মধ্যে মোট ১০৮টি কূপ খননের লক্ষ্য নির্ধারন করেছে। পরিকল্পনা মোতাবেক কূপ খনন ও এসব কূপ হতে গ্যাস উৎপাদন শুরু হলে গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব হবে বলে জানানো হয়েছে।

গ্যাসের উত্তম ব্যবহার নিশ্চিতকরণ: উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্যাসের উত্তম ব্যবহার নিশ্চিত করাও জরুরী। এ বিবেচনায় সিএনজি ও শিল্প খাতে ইলেক্ট্রিক ভল্যুউম করেকটর (ইভিসি) মিটার স্থাপনের কাজ শুরু করা হয়েছে। এরই মধ্যে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি দুই লাখ এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ৬০ হাজার আবাসিক প্রি-পেইড মিটার স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। গ্যাস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাখরাবাদ, তিতাস ও নরসিংদী গ্যাস ফিল্ডে বুস্টার এবং ওয়েলহেড কমপ্রেসর স্থাপন করা হবে।