গ্যাসের দাম বাড়লেও বিদ্যুতের বাড়বে না: প্রতিমন্ত্রী
এই দফায় বাণিজ্যিক ব্যবহারে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা থাকলেও বিদ্যুতের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বুধবার বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব ইতোমধ্যেই বার্কের (বিইআরসি) কাছে এসেছে। এ বিষয়ে তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বাণিজ্যিক ব্যবহারের জন্য গ্যাসের দাম বাড়লেও আবাসিকে দাম বাড়বে না।
গ্যাসের দাম বাড়লে বিদ্যুতের দাম বাড়বে কি না- জানতে চাইলে তিনি বলেন, খরচ বৃদ্ধির একটা বিষয় আছে। তবে এখনই বিদ্যুতের দাম বাড়বে বা বাড়াতে হবে বলে আমি মনে করি না। দামের ব্যাপারে কোনো পরিবর্তন হবে বলে আমার মনে হচ্ছে না।
বেশি দামে গ্যাস আমদানি করতে হলেও তা বিদ্যুৎ উৎপাদনে সুফল দেবে বলে মনে করছেন প্রতিমন্ত্রী।
এখানে অনেকগুলো ডুয়েল ফুয়েল পাওয়ার স্টেশন রয়েছে, গ্যাসের সঙ্কটের কারণে এগুলো উচ্চমূল্যের তেলে চালাতে হচ্ছে। গ্যাস পর্যাপ্ত হলে তখন আর তেলে চালাতে হবে না। এগুলো তখন গ্যাসে চলবে।
গ্যাসের দাম বাড়লেও সেটা বর্তমানের তেলের দামের চেয়েও কম হবে বলে আশ্বস্ত করেন তিনি।
বিদ্যুৎ ভবনে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন নসরুল।
পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বক্তব্য রাখেন।