গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে মঙ্গলবার সিপিবি-বাসদের হরতাল

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে আগামী ২৮শে ফেব্রুয়ারি মঙ্গলবার রাজধানীতে আধা বেলা হরতাল। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এই হরতালের ডাক দিয়েছে।

সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এবং বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান শুক্রবার এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন।
তবে এসএসসি পরীক্ষাকেন্দ্র ও পরীক্ষার্থীদের যাতায়াত হরতালের আওতামুক্ত থাকবে।
বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয়।

সিপিবি-বাসদ নেতারা দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
দুই দলের নেতারা বলেন, চলমান সীমাহীন লুটপাটের বোঝা দেশের জনগণের কাঁধে চাপাতে সরকারের দুর্নীতি ও ভুল নীতির ফলে জ্বালানি খাতে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, তার দায় জনতার উপর চাপানোর জন্যই অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। জনগণ এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না।