গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব যাচ্ছে বিইআরসিতে
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দেয়া হচ্ছে। জ্বালানি বিভাগের অনুমোদন নিয়ে গ্যাস সরবরাহকারী কোম্পানিগুলো এই প্রস্তাব দেবে। এজন্য জ্বালানি বিভাগে কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে। এলএনজি’র সাথে সমন্বয় করে এই গ্যাসের দাম নির্ধারণের প্রস্তাব দেয়া হবে।
সূত্র জানায়, শিল্পের জন্য গ্যাসের দাম প্রতি হাজার ঘনমিটারে সাত টাকা ৭৬ পয়সা থেকে বাড়িয়ে ১৪ টাকা ৯০ পয়সা করার প্রস্তাব দেয়া হবে। সিএনজিতে ৩২ টাকা থেকে বাড়িয়ে ৫১ টাকা ৭০ পয়সা, বাণিজ্যিক গ্রাহকদের ১৭ টাকা চার পয়সা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করার প্রস্তাব দেয়া হবে। আবাসিক এক চুলায় মাসে ৭৫০ থেকে বাড়িয়ে এক হাজার টাকা, আর দুই চুলায় ৮০০ থেকে বাড়িয়ে এক হাজার ৫০ টাকা করার প্রস্তাব দেয়া হতে পারে।
বিদ্যুৎ খাতে তিন টাকা ১৬ পয়সা থেকে বাড়িয়ে চার টাকা ৯৯ পয়সা; ক্যাপটিভ বিদ্যুতে নয় টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ১৪ টাকা ৯৮ পয়সা করার প্রস্তাব দেয়া হচ্ছে।