গ্যাসের নতুন দাম নির্ধারণে সোমবার থেকে শুনানী

গ্যাসের নতুন দাম নির্ধারণে আজ সোমবার থেকে বিতরণ ও সঞ্চালন কোম্পানিগুলোর দাম বাড়ানোর প্রস্তাবের উপর শুনানী শুরু হচ্ছে। আগামী ৫ই ফেব্রুয়ারি পর্যন্ত এ শুনানী চলবে। সব গ্যাস বিতরণ কোম্পানি লাভ করলেও নতুন করে দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) শুনানীর দিন নির্ধারণ করেছেন। কারওয়ান বাজারের টিসিবি মিলনায়তনে পর্যায়ক্রমে সকল গ্যাস কোম্পানির শুনানী হবে।
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) প্রস্তাবের উপর সোমবার শুনানী হবে। জিটিসিএল পর পর তিন বছর পর্যায়ক্রমে দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। ২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭ অর্থবছরে এ চার্জ প্রতি ঘনমিটারে যথাত্রক্রমে ৪৭ পয়সা, ৭৩ পয়সা ও ৭৫ পয়সা করার প্রস্তাব দেয়া হয়েছে। বর্তমানে প্রতিঘনমিটার ৩২ পয়সা নেয়া হয়।
৩রা ফেব্রুয়ারি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং পশ্চিমাঞ্চল গ্যাস  কোম্পানির প্রস্তাবের ওপর শুনানী হবে। ৪ঠা ফেব্রুয়ারি বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির এবং ৫ই ফেব্রুয়ারি জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম ও সুন্দরবন গ্যাস কোম্পানির শুনানি হবে।
কোম্পানিগুলো আলাদা আলাদা প্রস্তাব দিলেও তাদের প্রস্তাবিত দাম এক। আবাসিক খাতে দুই চুলার ৪৫০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা এবং এক চুলার জন্য ৪০০ টাকা থেকে বাড়িয়ে ৮৫০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। আবাসিক গ্রাহকদের মধ্যে যারা মিটার ব্যবহার করেন তাদের প্রতি ইউনিট (এক হাজার ঘনফুট) গ্যাসের দাম ১৪৬ টাকা ২৫ পয়সা থেকে বাড়িয়ে ২৩৫ টাকা করার প্রস্তাব দেয়া হয়েছে। ক্যাপটিভ বিদ্যুতে প্রতি ইউনিট ১১৮ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ২৪০ টাকা, বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট গ্যাসের দাম ৭৯ টাকা ৮২ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা, সার কারখানায় নয় দশমিক ৭১ শতাংশ বাড়িয়ে ৮০ টাকা, ক্যাপটিভ পাওয়ারে ১০২ দশমিক ৯৪ শতাংশ বাড়িয়ে ২৪০ টাকা ও শিল্কেপ্প ৩২ দশমিক ৬ শতাংশ বাড়িয়ে ২২০ টাকা প্রস্তাব করা হয়েছে। এছাড়া সিএনজি স্টেশনে গ্যাসের দাম ৩৩ দশমিক ৩৩ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে। এতে গ্রাহক পর্যায়ে ৩০ টাকার পরিবর্তে প্রতি ঘনমিটারের দাম পড়বে ৪০ টাকা।
২০০৯ সালের আগস্টে গ্যাসের দাম ১১ দশমিক ২২ শতাংশ বাড়ানো হয়েছিল। এছাড়া ২০১১ সালে দুই দফা সিএনজির দাম বাড়িয়ে প্রতি ঘনমিটার ৩০ টাকা করা হয়।